প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয়কে ‘সবুজ ক্যাম্পাস’ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঘোষণা দেন। সাতক্ষীরা সামাজিক বনবিভাগ ও গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় স্থানীয় তুজলপুর গাছের পাঠশালা তুজলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয়কে সবুজ ক্যাম্পাস গড়ার এই উদ্যোগ গ্রহণ করেছে। অনুষ্ঠানে তুজলপুর কৃষক ক্লাবের সভাপতি ও গাছের পাঠশালার পরিচালক ইয়ারব হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকাত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, তুজলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, শাহাজান সিরাজ, তুজলপুর কৃষক ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রহমান রমজান আলী বিশ্বাস প্রমুখ। এসময় ‘গাছ আমাদের বাঁচিয়ে রাখে। গাছের সাথে বন্ধত্ব অটুট থাকুক। গাছ কাটবো না। গাছের ও মানুষের কোন ক্ষতি করব না। আমাদের স্কুল আঙিনার পরিত্যক্ত জায়গায় বেশি করে গাছ লাগাবো। গড়ে তুলবো সবুজ পৃথিবী’ বলে শপথ নেন অতিথি, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ। পরে বিদ্যালয় চত্বরে দেবদারু, জারুল, কাঞ্চন, কদম, আম, পেয়ারাসহ বিভিন্ন ফলজ, বনজ ও ওষুধি বৃক্ষ রোপণ করে সুবজ ক্যাম্পাস কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। এ সময় তিনি বলেন, বেশি করে গাছ লাগাতে হবে। পরিবেশ সুরক্ষায় গাছের কোন বিকল্প নেই। এর সাথে ভালো করে পড়ালেখা করে দেশে সেবায় এগিয়ে আসতে হবে। এ কর্মসূচি প্রসঙ্গে গাছের পাঠশালার পরিচালক ইয়ারবের হোসেন জানান, পর্যায়ক্রমে স্কুল ক্যাম্পাসে পাঁচ শতাধিক ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপন করা হয়।