সাতক্ষীরা

সাতক্ষীরার বিভিন্ন বাজারে সৌর বিদ্যুতের স্ট্রিটলাইট স্থাপন

By Daily Satkhira

September 19, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদর উপজেলার কয়েকটি বাজারকে সৌর বিদ্যুতের স্ট্রিটলাইট স্থাপন করে বাজারগুলি আলোকিত করলেন এমপি রবি। মঙ্গলবার বিকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্ধকৃত টিআর, কাবিটা কর্মসুচির আওতায়’ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ঘরে ঘরে বিদ্যুৎ’ সে আলোকে সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র ঐকান্তিক প্রচেষ্টায় ঝাউডাঙ্গা বাজার, আখড়াখোলা বাজার, বল্লী ইউনিয়নের বল্লী বাজার, ব্রক্ষ্মরাজপুর বাজার, ঘোনা বাজার, বৈকারী বাজার ও কুশখালি বাজারে সৌর বিদ্যুতের স্ট্রিটলাইট স্থাপন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে উল্লেখিত সাতটি বাজারে সোলার বিতরণ ও স্ট্রিটলাইটের উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সাংসদ রবি প্রধান অতিথি হিসেবে স্লুইচ টিপে সৌর বিদ্যুতের স্ট্রিটলাইট উদ্বোধন করেন। এ উপলক্ষে বল্লী বাজারে বল্লী ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান ও আখড়াখোলা বাজারে বাজার কমিটির সভাপতি ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় এমপি রবি বলেন, চলতি বছরেই সদর উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ বাজারগুলোতে স্ট্রিটলাইট স্থাপন ও সোলার বিতরণ কর্মসূচি সম্পন্ন করা হবে। আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জালাল উদ্দিন, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা আওয়ামীলীগের সদস্য ডা. মিজানুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রমজান আলী বিশ^াস, আগরদাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান, আওয়ামীলীগ নেতা শাহিদুল ইসলাম, ইউপি সদস্য সামছুর রহমান, সৈয়দ নাজমুল হক বকুল ও আবতাবুজ্জামান লাল্টু প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শেখ খায়রুল ইসলাম।