কলারোয়া

কলারোয়ায় নবাগত ইউএনও’র বিভিন্ন প্রিতিষ্ঠান পরিদর্শন

By Daily Satkhira

September 20, 2017

কলারোয়া ডেস্ক : কলারোয়ায় বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান ও সরকারি অফিস পরিদর্শন করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন। উপস্থিত ছিলেন মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের মাসিক সভাতেও। মঙ্গলবার দিনভর তিনি এ সকল দাপ্তরিক কাজে নিয়োজিত থেকে ব্যস্ত সময় পার করেন। ইউএনও মনিরা পারভীন উপজেলার ২নং জালালাবাদ ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম ও ইউনিয়ন ভূমি অফিসের নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরিদর্শন করেন কলারোয়া জি.কে.এম.কে পাইলট হাইস্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব। সেসময় তিনি স্কুলটির বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন ও শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কথা বলেন। সকালে কলারোয়ায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ফুলের চারা রোপন করে ফুলের বাগান উদ্বোধন করেন ও অধ্যক্ষের নিকট লাইব্রেরী বই হস্থান্তর করা হয়। উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ‘মমতাজ আহম্মেদ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ও শিশু পার্ক’ পরিদর্শন করেন। সেখানে তিনি এডিপির বরাদ্দকৃত ও প্রদানকৃত মেরিগোরাউন্ড ও প্যাডেল চালিত বোর্ড ঘুরে দেখেন। সেখানে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, ডা.এমএ বারিকসহ অন্যরা উপস্থিত ছিলেন। ইউএনও মনিরা পারভীনের সভাপতিত্বে তাঁর অফিসে মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের মাসিক সভা অনুষ্ঠিত হয়। ২০১৬-২০১৭ অর্থ বছরে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা ও ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের লক্ষ্যে বরাদ্দকৃত ৩০ বান ঢেউটিন ও গৃহ নির্মাণ এর লক্ষ্যে প্রকৃত দুঃস্থ ব্যক্তিদের তালিকা সরেজমিনে যাচাই করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। সেসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) সুলতানা জাহানসহ অন্যরা।