কালিগঞ্জ

ফলো আপ; কালিগঞ্জে প্রতিবন্ধী তরুণী অন্তঃসত্ত্বার ঘটনায় মামলা

By Daily Satkhira

September 20, 2017

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : বহুল প্রচারিত জেলার প্রধান অনলাইন নিউজ পোর্টাল ডেইলি সাতক্ষীরায় মঙ্গলবার কালিগঞ্জে বখাটের খপ্পরে পড়ে প্রতিবন্ধী তরুণী অন্তঃসত্ত্বা শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রশাসনের দৃষ্টি গোচর হওয়ায় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে। থানা সুত্রে জানা যায়, প্রতীবন্ধী তরুণীর ভাই সিরাজুল ইসলাম বাদি হয়ে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের নামাজগড় গ্রামের নুর আলী গাজীর ছেলে ছালাম গাজী (৩০) কে আসামি করে মামলা দায়ের করেছেন। উল্লেখিত মৌতলা ইউনিয়নের নামাজগড় গ্রামের মোকছেদ গাজীর প্রতীবন্ধী মেয়ে বখাটের পাল্লায় পড়ে ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে যায়। বিষয়টি পরিবারের কোন সদস্যই বুঝতে পারেনি। কিন্তু দীর্ঘ একমাস যাবৎ মেয়েটি অসুস্থ থাকায় তাকে ডাক্তারের নিকট নিয়ে যায়। ডাক্তার দেখানোর পরে কোন উপকার হয়নি তার। দীর্ঘদিন অসুস্থতায় ভূগতে থাকা অবস্থায় বুদ্ধি প্রতিবন্ধী তরুণীর আকস্মিক পেট ক্রমশ বড় হতে দেখে পরিবারের সদস্য দের সন্দেহ হয়,এজন্য ডাক্তারের পরামর্শে তারা মেয়েকে আল্ট্রাসনোগ্রাফি করিয়ে রিপোর্ট পেলে দেখা যায় সে অন্তঃসত্ত্বা। এই বিষয়টি জানার সাথে সাথে পরিবারের সদস্যরা ভেঙে পড়েন। এরপর তাদের মেয়ের কাছে জানতে চাই কোন ব্যক্তি তার সাথে শারিরীক সম্পর্কে লিপ্ত হয়েছে। সে প্রকাশ করে ঘটনার নেপথ্য কথা। পার্শ্ববর্তী ছালাম গাজী কয়েক মাস আগে বোনের বাড়ি থেকে রাতে একা আসার সময় মুখ চেপে ধরে তাকে তাদের বাড়ির পাশে একটি বাঁশ বাগানের মধ্যে জোর করে ধরে নিয়ে ধর্ষণ করে। এর পরে বুদ্ধি প্রতিবন্ধী মেয়েটিকে বিভিন্ন ভাবে ফুসলিয়ে ঘটনাটি কাউকে না জানায় এজন্য বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। মেয়েটি কাউকে কিছু না জানালেও ৫মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় ধর্ষনের বিষয়টি সকলের সামনে চলে আসে। এরপর অন্তঃসত্তার বিষয়টি ধামাচাপা দিতে এবং অভিযুক্ত ব্যাক্তিকে নির্দোষ প্রমাণ করতে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চালানো হয়। অবশেষে ডেইলি সাতক্ষীরায় সংবাদ প্রকাশিত হওয়ার পরে বিষয়টি প্রশাসনের হস্তক্ষেপে মঙ্গলবার রাতে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে (মামলা নং-১৭,তাং-১৯-৯-১৭ ইং)। এবিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক বলেন ছালাম গাজীকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য বুধবার সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হবে। বর্তমানে আসামি পলাতক রয়েছে তাকে ধরার জন্য অভিযান অব্যহত আছে।