সাতক্ষীরা

ধুলিহর ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি তদন্ত সম্পন্ন

By daily satkhira

October 09, 2016

নিজস্ব প্রতিবেদক: সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে, অনিয়ম দূর্নীতি, ঘুষ গ্রহণ ও হয়রানীর অভিযোগের বিষয়ে তদন্তের শুনানী রোববার সকালে সদর উপজেলা ভূমি অফিসে সম্পন্ন হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মনিরা পারভীন তার কার্যালয়ে এসব অভিযোগের তদন্ত করেন। ধুলিহর ইউনিয়ন ভূমি কর্মকর্তা রফিকুল ইসলামের উপস্থিতিতে অভিযোগকারীরা ও ঘটনা সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের লিখিত ও মৌখিক বক্তব্য প্রদান করেন। এরা হলেন ব্রহ্মরাজপুর ইউনিয়নের উমরাপাড়া গ্রামের মৃত ওমর আলি গাজীর পুত্র মোঃ সাজ্জাত হোসেন ও একই গ্রামের মোঃ ওসমান মোড়লের পুত্র ছলেমান মোড়ল এবং ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামের মৃত অধর চন্দ্র পালের বীরেন্দ্র নাথ পাল। জানাযায়, সম্প্রতি অভিযোগকারীরা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর ধুলিহর ইউনিয়ন ভূমি কর্মকর্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি, ঘুষ গ্রহন ও হয়রানীর অভিযোগ এনে লিখিত আবেদন দেয়। ওই অভিযোগের তদন্তভার ন্যস্ত হয় সহকারী কমিশনার (ভূমি) মনিরা পারভীন এর উপর। এরই পরিপ্রেক্ষিতে রোববার সকালে তদন্ত শুনানী অনুষ্ঠিত হয়। তদন্ত প্রতিবেদন বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।