নলতা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতাসহ আশেপাশের এলাকায় হলুদ সাংবাদিকতার দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে। এসব হলুদ সাংবাদিক এলাকার কোথাও কোন অনুষ্ঠান হলে খবর পেয়েই সেখানে গিয়ে বহুল প্রচারিত একাধিক পত্রিকাসহ বিভিন্ন অনলাইন পত্রিকায় তাদের সংবাদ প্রকাশিত করার প্রতিশ্রুতি দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এছাড়াও কোন প্রতিষ্ঠানে বা কোন ব্যক্তির আপত্তিকর ঘটনা ঘটলে এসব হলুদ সাংবাদিকরা সংবাদ প্রকাশ করার ভয় দেখিয়েও মোটা অংকের টাকা হাতিয়ে নিতে কোন সংকোচবোধ করছেনা। এমনকি যদি কোন ব্যক্তি বৈধভাবে অর্থ উপার্জন করে স্বচ্ছল হয় সেক্ষেত্রেও এসব হলুদ সাংবাদিকরা তাতে ঈর্শ্বান্বিত হয়ে বৈধভাবে উপার্জনকারী স্বচ্ছল ব্যক্তিদের উপার্জিত অর্থ অবৈধভাবে উপার্জন এমন ভয় দেখিয়ে চাঁদার দাবি করছে বলেও জানা গেছে। যার ফলে অল্প দিনে হলুদ সাংবাদিকরা অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে গাড়ি বাড়িসহ সমাজের বুকে স্বেচ্ছাচারী আচরণ করে চলেছে। আর হলুদ সাংবাদিকদের কারণে প্রকৃত সাংবাদিকরা চাঁদাবাজী না করেও অনেক সময় বিপাকে পড়ে যাচ্ছে। তাই সংশ্লিষ্ট বিভিন্ন পত্রিকার সম্পাদকদের নিকট ভুক্তভোগী মহল তথা সচেতন মহলের প্রাণের দাবি নাম সর্বস্ব লেখাপড়া করে পত্রিকার পরিচয়পত্র নিয়ে সাংবাদিকতার কারণে সাংবাদিকতার মত মহান পেশা যাতে কলঙ্কিত না হয় তার সু-দৃষ্টি কামনা করেছেন।