মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার রাজধানীর নিকটবর্তী শহর পুয়েবলা স্টেটে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ৪৯ জন নিহতের খবর জানিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে উল্লেখ্য করা হয়, রাজধানীসহ অন্যান্য জায়গায় ভবন ধসে ধ্বংসস্তূপের নিচে অজানা সংখ্যক মানুষ চাপা পড়েছে। এ ঘটনায় বহু মানুষ হতাহতের শঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের আঘাতের সাথে সাথে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঝাঁকুনির সাথে সাথে হাজার হাজার মানুষ খোলা স্থানে বেরিয়ে আসে।
ভূকম্পনের পরপরই মেক্সিকো সিটির বিমানবন্দরের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় উঁচু ভবন ধ্বসে পড়েছে, যাতে আটকে পড়েছে অনেক মানুষ।
এ মাসের শুরুর দিকেও ৮.১ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৯০ জন নিহতের ঘটনা ঘটে।