মোস্তফা কামাল, শ্যামনগর: ৪ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দিয়ে সুন্দরবনের নোয়া বাহিনী থেকে মুক্তি পেয়ে গত শনিবার রাতে ফিরে এসেছে ১৫ জেলে। তারা সকলে মুন্সীগঞ্জ বুড়িগোয়ালিনী ও গাবুরা ইউনিয়নের বাসিন্দা। নাম প্রাকাশে অনিচ্ছুক ফিরে আসা মুন্সীগঞ্জ ইউনিয়নের এক জেলে জানান, ফিরে আসার ২১ দিন পূর্বে সুন্দরবনের চিহিৃত নোয়া বাহিনী সুন্দরবনের মালঞ্চ নামক স্থান থেকে প্রত্যেকে ৩০ হাজার টাকা মুক্তিপনের দাবিতে অপহরণ করে। দীর্ঘ ২১ দিন পর ১৫ জনের ৩০ হাজার করে চারলক্ষ পঞ্চাশ হাজার টাকা মোবাইলের বিকাশের মাধ্যমে প্রদান করে। গত শনিবার বিকাল ৩ টায় সুন্দরবনের লতাবেকী বনটহল ফাঁড়ির পাশে তাদের উঠিয়ে দেয়। এ জেলেরা ঐ বন টহল ফাঁড়ির সরকারি ট্রলারে গত শনিবার রাতে তাদের বুড়িগোলিনী স্টেশনের পাশে উঠিয়ে দেয়। এর জন্য তাদের প্রত্যেকে ১শত টাকা করে দিতে হয়েছে। ফিরে আসা জেলেরা আরোও জানায়, নোয়া বাহিনীর সদস্য সংখ্যা ২০ জন এবং প্রত্যেকের কাছে অস্ত্র রয়েছে। অস্ত্রের মধ্যে টুটুবর রাইফেল, বন্দুক, সাটার গান ও পাইপ গান সহ দেশীও তৈরি পিস্তল। বনদস্যু নোয়া বাহিনীর নিকট আরোও অনেকে জিম্মি রয়েছে বলে ঐ জেলে জানান।