শিক্ষা

প্রতিবন্ধী শিক্ষার্থীদের যুগপযোগী শিক্ষা দিয়ে মানবসম্পদে রুপান্তরিত করতে হবে- এমপি রবি

By Daily Satkhira

September 20, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুল পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুল পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় বক্তব্যে এমপি রবি বলেন, ‘প্রতিবন্ধী কোমলমতি শিক্ষার্থীদেরকে নিজের সন্তানের মতো আদর ও ভালবাসা দিয়ে শিক্ষা দিতে হবে। প্রতিবন্ধীরা এখন সমাজের বোঝা নয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের সুবর্ণ নাগরিক পরিচয় পত্র দিয়েছেন। প্রতিবন্ধী কোমলমতি শিক্ষার্থীদের যুগপযোগি শিক্ষা দিয়ে মানব সম্পদে রুপান্তরিত করতে হবে’। বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুল পরিচালনা পরিষদের সভায় আরো বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের সদস্য মকসুমুল হাকিম, অধ্যক্ষ আল-আমিনুর রশিদ, সৈয়দ নাজমুল হক বকুল, স্কুলের প্রধান শিক্ষিকা ফারজিনা নাহিদ নিগার প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুল পরিচালনা পরিষদের সভায় স্কুলের সার্বিক উন্নয়ন, কোমলমতি প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও স্কুলকে আরো সামনে এগিয়ে নিতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।