শিক্ষা

সততা স্টোরের মাধ্যমে শিক্ষার্থীরা সৎ ও যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠবে- জেলা প্রশাসক

By Daily Satkhira

September 20, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের ছাত্র- ছাত্রীদের জন্য স্থাপিত সততা স্টোর এর আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা অফিসার্স ক্লাবে সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ সেলিনা আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এসময় তিনি বলেন, ‘কোমলমতি শিক্ষার্থীরা হচ্ছে কাঁদার দলা। এদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে গড়ে তোলা সম্ভব। সততা স্টোরের উদ্দেশ্য শিক্ষা জীবন থেকে শিক্ষর্থীদের সৎ ও যোগ্য মানুষ তৈরী করা। সততা স্টোরের মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহন করে সৎ ও যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠবে।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমন্বিত জেলা কার্যালয় দুদক খুলনা’র উপ-পরিচালক আবুল হোসেন, জেলা শিক্ষা অফিসার এস.এম ছায়েদুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক উপজেলা নির্বাহী জিয়া উদ্দিন আহমেদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন দুদক’র উপ-সহকারী কর্মকর্তা ফয়সাল কাদির, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ শেখ আব্দুল অদুদ, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, নির্বাহী সদস্য আব্দুর রব ওয়ার্ছি, মুর্শিদা আক্তার ও রেবেকা সুলতানা প্রমুখ। আলোচনা সভা শেষে সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজে স্থাপিত সততা স্টোর ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।