নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে চীনে স্কলারশীপ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ক্যাম্পাসে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জিয়াউল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, একাডেমিক ইনচার্জ ফেরদৌস আরেফিন। এসময় উপস্থিত ছিলেন, ইন্সপেক্টর (আরএসি) মোঃ আব্দুল আলিম, ইলেক্ট্রনিক্স ইন্সপেক্টর রঞ্জন, বাকীবুল্লাহ আনিস, শফিকুল ইসলাম প্রমুখ। স্কলারশীপ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, দৈনিক কালের চিত্রের সাংবাদিক রবিউল আওয়াল, ফয়সাল আহমেদ, নাজমুস সাহাদৎ, আল আমিন ও তানভীর চৌধুরী। উল্লেখ্য সারা বাংলাদেশের মধ্যে মোট ৩৪৯ জন সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীরা চীনে স্কলার শীপ পেয়েছে। তার মধ্যে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৫ জন শিক্ষার্থী স্থান পেয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এবার সারা দেশের মধ্যে ৩৪৯জন স্কলারশীপ পেয়েছেন। তার মধ্যে সাতক্ষীরা ৫জন স্থান পাওয়ায় আমরা গর্বিত। যারা স্কলারশীপ পেয়ে চীনে যাচ্ছে তারা শুধু এই কলেজের গর্ব নই তারা সাতক্ষীরাসহ দেশবাসীর গর্ব। যারা জননেত্রী শেখ হাসিনার ঐক্যন্তিক প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে স্কলারশিপপ্রাপ্তরা চীনের উদ্দেশ্যে রওনা দেবে।