সাতক্ষীরা

আদালত থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় তিন পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

By daily satkhira

September 21, 2017

নিজস্ব প্রতিবেদক ঃ সাতক্ষীরা জেলা জজ আদালতের কাঠগড়া থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের এক এটিএসআইসহ তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের এ সাময়িক বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের তিন সদস্যরা হলেন, সহকারী টাউন দারোগা (এটিএসআই) আক্তারুল ইসলাম, কনস্টেবল আবুল হোসেন ও আব্দুল আলিম। সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, কোর্ট থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের এটিএসআই আক্তারুল ইসলাম, কনস্টেবল আবুল হোসেন ও আব্দুল আলিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। প্রসঙ্গত ঃ বুধবার দুপুরে আদালতের কার্যক্রম চলাকালে কাঠগড়া থেকে হ্যান্ডক্যাপ পরিহিত অবস্থায় আমজাদ হোসেন নামে হত্যা মামলার এক আসামি পালিয়ে যায়। পলাতক আমজাদ হোসেন সাতক্ষীরা সদর উপজেলার আগুনপুর গ্রামের বাসিন্দা। সে নিজ স্ত্রী আছিয়া খাতুন হত্যা মামলার আসামি। ##