আসাদুজ্জামান: সাতক্ষীরার ভোমরা টু সিলেটের তামাবিল ভ্রমণ। বাহন বাইসাইকেল। সঙ্গে জাতীয় পতাকা। উদ্দেশ্য পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কান্ট্রি ক্রস। আর এ লক্ষ্যেকে সামনে রেখে সোমবার সকাল ৯টায় সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর জিরো পয়েন্ট থেকে সিলেটের তামাবিলের উদ্দেশ্যে রওনা হয়েছেন সাজনান মোহাম্মদ। সাজনান মোহাম্মদের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পাঙ্গাশিয়া গ্রামে। বর্তমানে থাকেন ঢাকার বনশ্রীতে। পড়াশুনো করছেন চ্যাটার্ড একাউন্টেড কলেজে। সাজনান মোহাম্মদ পথে পথে জেলা প্রশাসকদের সাথে সৌজন্য সাক্ষাত করে পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপের আহবান জানাবেন বলে জানান। আর এরই অংশ হিসেবে তিনি যাত্রা পথে সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। সাজনান মোহাম্মদ বলেন, মনুষ্য সৃষ্ট নানা কারণে পরিবেশের ভয়াবহ বিপর্যয় ঘটছে। আমাদের পরিবেশকে আমাদেরই রক্ষা করতে হবে। সবাই এটা বোঝেন, জানেন। কিন্তু কেউই এগিয়ে আসেন না। এজন্য সচেতনতা সৃষ্টির বিকল্প নেই। সাইকেল চালানো তার শখ। আর এই শখকেই সচেতনতা সৃষ্টির হাতিয়ার বানাতে ভোর ৬টায় রাজধানী ঢাকা থেকে বাসযোগে সাতক্ষীরায় পৌঁছেছেন তিনি। তারপর ভোমরা বন্দর। সেখান থেকেই পরিকল্পনা অনুযায়ী সকাল ৯টায় যাত্রা শুরু করেছেন তিনি। তিনি জানান, চারদিনেই তামাবিল পৌঁছানোর লক্ষ্য তার। পথে চাঁদপুর ও শরীয়তপুরে সময়মত ফেরি পেলে লক্ষ্যে পৌঁছানো সহজ হবে তার জন্য। অন্যথায় ৫ দিন সময় লাগতে পারে। গণমাধ্যমের মাধ্যমে তিনি এ সময় দেশবাসীকে পরিবেশ রক্ষার আহবান জানিয়েছেন।