কালিগঞ্জ

কালিগঞ্জে কর্মচারীদের বেঁধে ঘের লুটের অভিযোগ

By Daily Satkhira

September 22, 2017

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ উপজেলার নলতার বিলকাজলা কামারচকে মৎস্য ঘের কর্মচারীদের বেঁধে রেখে লুট করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত অনুমান তিনটার দিকে বিলকাজলা কামারচক এলাকায়। লুট হওয়া ঘের মালিক নলতা গ্রামের মৃত অম্মত আলীর ছেলে জাকির হোসেন জানান, কামারচকে ৪০ বিঘা জমি লীজ নিয়ে দীর্ঘদিন যাবত মৎস্য ঘের করে আসছেন। বুধবার রাতে মুখোশ পরা ৭/৮ জন দূর্বৃত্ত ঘেরের তিন কর্মচারি ফারুক হোসেন, শহিদ হোসেন ও আকবর আলীকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত-পা বেঁধে প্রায় ৩০ কেজি বাগদা চিংড়ি, একটি বিদেশী টর্চ লাইট ও নগদ সাড়ে তিন হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে তাদের ডাক চিৎকারে পার্শ্ববর্তী ঘেরের লোকজন এসে তাদের উদ্ধার করে। ভূক্তভোগিরা আরো জানান, শুধু জাকির হোসেনের মৎস্য ঘের নয় আশে পাশ এলাকার প্রায়ই মৎস্য ঘেরে প্রতিনিয়ত লুট হচ্ছে। গোন মুখে দূর্বৃত্তরা বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক আটল ঝেড়ে মাছসহ ঘেরের বাসার বিভিন্ন মালামাল নিয়ে যাচ্ছে যার ফলে মৎস্য ঘের মালিকরা অতিষ্ট হয়ে উঠেছে। প্রতিকার চেয়ে ভুক্তভোগি ঘের মালিকরা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। বিষয়টি নিয়ে কালিগঞ্জ থানার অফিসার ইন-চার্জ লস্কর জায়াদুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন এব্যাপারে থানায় এসে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।