কালিগঞ্জ

কালিগঞ্জে বাল্য বিবাহ নির্মূলে র‌্যালি ও সভা

By Daily Satkhira

September 22, 2017

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে বাল্য বিবাহ নির্মূলে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীসহ সকলের অংশ গ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি পরবর্তী বিদ্যালয় চত্ত্বরে ইউএসএআইডি এর অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায়, বে-সরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে নবযাত্রা প্রকল্পের জেন্ডার কম্পেটনেণ্ট ১৮‘র আগে বিয়ে নয়, বাল্য বিবাহ নির্মূলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়। সভায় স্বাগত বক্তব্য রাখেন নবযাত্রা প্রকল্পের ফিল্ড কো-অডিনেটর আশীষ কুমার হালদার। জেন্ডার অর্গানাইজার মাফুজার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন (খুলনা বিভাগের শ্রেষ্ঠ নির্বাহী কর্মকর্তা) কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা এমএ নাহার, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ কেএম জাফরুল আলম বাবু, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বিদ্যালয়ে ৯ম শ্রেণির শিক্ষার্থী আনিকা জামান, বাল্য বিয়ের শিকার হাসিনা খাতুন। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) রাজিব হোসেন, প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু, অনলাইন রিপোর্টার্স ক্লাবের সভাপতি ইমরান আলী, সাধারণ আতিকুর রহমান, ওয়ার্ল্ড ভিশন উপজেলার জেন্ডার অফিসার লাইলী আরজুমান খানম প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, সূধি, সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার শুরুতে প্রজেক্টরের মাধ্যমে “বাল্য বিয়ের প্রেক্ষিত বাংলাদেশ” ভিডিও চিত্র উপস্থাপন করেন সুশীলনের উপজেলা কো-অডিনেটর হাবিবুর রহমান।