শ্যামনগর ব্যুরো: শ্যামনগরে রিলিফ ইন্টারন্যাশনাল এর আর্থিক সহযোগিতায় সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস) এর আয়োজনে বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে বসবাসরত মুন্ডা জনগোষ্ঠির আর্থ সামাজিক উন্নয়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুর ১২ টায় শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সামস এর সভাপতি গোপাল চন্দ্র মুন্ডার সভাপতিত্বে সামস এর নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা স্বাগত বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ আশেক-ই-এলাহী, ঠিকাদার সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক আওয়ামীলীগ নেতা স.ম আব্দুস সাত্তার, জাতীয় পার্টির উপজেলা সাধারন সম্পাদক কামরুজ্জামান সাগর, আওয়ামীলীগ নেতা সুশান্ত বিশ্বাস (বাবুলাল), সহকারী সমাজ সেবা কর্মকর্তা কিরন চ্যাটার্জী, কৃষকলীগের সভাপতি এ বি এম মন্জুর এলাহী, সাধারন সম্পাদক আনিছুর রহমান প্রমুখ। বক্তাগনের ক্ষুদ্র নৃগোষ্ঠী মুন্ডাদের দাবী সমূহ ছিল সমাজের সকল স্তরের মানুষের সাথে মুন্ডা মানবাধিকার কর্মীদের যোগাযোগ স্থাপন করা, ক্ষুদ্র নৃগ্ষ্ঠোীর জন্য বরাদ্দকৃত সুযোগ সুবিধা সুষম বন্টন ও জবাবদিহিতা নিশ্চিত করা, বর্ণ বৈশম্য দূরীকরনে সহযোগিতা করা, সরকারের উন্নয়ন পরিকল্পনা নিশ্চিত করা, বিশেষ করে তাদের জাতি ও গোষ্ঠীর নাম পরিবর্তন না করা সহ বিভিন্ন দাবী সমূহ উপস্থাপন করা হয়। আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের নারী পুরুষরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন দিপঙ্কর বিশ্বাস।