শ্যামনগর

শ্যামনগরে দুর্গোৎসবের প্রস্তুতি সভা ও চাউল বিতরণ

By Daily Satkhira

September 22, 2017

শ্যামনগর ব্যুরো : শ্যামনগরে উপজেলা সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা ও জি আর প্রকল্পের চাউল বিতরণ করা হয়। গত ২১ সেপ্টেম্বর সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মহসীন উল-মুলক, আওয়ামীলীগ শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আতাউল হক দোলন, মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভীন ঝর্ণা, থানা তদন্ত কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম খান,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কামরুজ্জামান,পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শিক্ষক রবীন্দ্রনাথ বিশ্বাস, সাধারন সম্পাদক এ্যাডঃ কৃষ্ণপদ মন্ডল। সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠানকে সুষ্ঠ শান্তিপুর্নভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গৃহীত হয়। অনুষ্ঠানে নিছিদ্র নিরাপত্তার বলয়ের মধ্যে পূজার সার্বিক কর্মকান্ড সম্পন্ন করার বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়। অনুষ্ঠানের শেষ পর্বে উপজেলার ৬২ টি পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকের হাতে সরকারের পক্ষ থেকে জি আর এর চাউলের ডিও তুলে দেওয়া হয়। প্রতিটি পূজা মন্ডপের জন্য ৫ শত কেজি চাউল বরাদ্দ দেওয়া হয় এবং এমপি এস এম জগলুল হায়দার নিজ তহবিল থেকে প্রতিটি পূজা মন্ডপের জন্য নগত ১ হাজার টাকা প্রদান করেন। উপজেলা পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ সহ ৬২ টি পূজা মন্ডপের সভাপতিও সম্পাদক অনুষ্ঠানে উপস্থিত থাকে। এছাড়া ৩৪ বিজিবির প্রতিনিধি, বিভিন্ন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান বৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।