বিনোদন

মুক্তি পেল জয়ার ‘খাঁচা’

By Daily Satkhira

September 22, 2017

দেশভাগের গল্প নিয়ে নির্মিত ‘রাজকাহিনী’ ছবিতে জয়া আহসানের অভিনয় প্রশংসিত হয়েছিল। আবারও দেশভাগের গল্পের ছবিতে অভিনয় করেছেন জয়া। তবে এবার বাংলাদেশে, আকরাম খান পরিচালিত ছবিটির নাম ‘খাঁচা’।

প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘খাঁচা’ গল্প অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে। এখানে জয়ার চরিত্রের নাম ‘সরোজিনী’। ছবিটি আজ সারা দেশের ছয়টি হলে মুক্তি পেয়েছে।

আজ সকাল সাড়ে ১০টার শো রাজধানীর স্টার সিনেপ্লেক্সে দেখেছেন বলে জানান পরিচালক আকরাম খান। এ বিষয়ে আকরাম খান বলেন, ‘হলে পরিপূর্ণ দর্শক ছিল। এটা দেখে অনেক স্বস্তি পেয়েছি। দর্শকের ছবিটি ভালো লাগলে আমাদের কষ্ট সার্থক হবে। ছবিটি দেরিতে মুক্তি পেলেও অনেক ভালো লাগছে।’

‘খাঁচা’ ছবিটি ২০১১-১২ সালে সরকারি অনুদান পায়। ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। ২০১৫ সালের শেষের দিকে ছবির কাজ শুরু হয়েছিল। ছবির শুটিং মুন্সীগঞ্জের দোহার, নড়াইলের লোহাগড়ার ইতনা ও নাটোরের বিভিন্ন জায়গায় হয়েছে।

১৯৪৭ সালে দেশভাগের পর পূর্ববঙ্গের হিন্দু পরিবারের দেশত্যাগের ঘটনা নিয়েই নির্মিত হয়েছে ছবিটি।

অভিনেতা আজাদ আবুল কালাম ও পরিচালক আকরাম খান যৌথভাবে ছবিটির চিত্রনাট্য লিখেছেন। ছবিতে জয়া ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আজাদ আবুল কালাম, কায়েস চৌধুরী, রানী সরকার ও শিশুশিল্পী পিদিম।