আন্তর্জাতিক

আবারও হাইড্রোজেন বোমা পরীক্ষার হুমকি উ. কোরিয়ার

By Daily Satkhira

September 22, 2017

প্রশান্ত মহাসাগরে শক্তিশালী হাইড্রোজেন বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটাবে বলে হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির বিপক্ষে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে জাতিসংঘে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের পরই এ হুমকি দিল উত্তর কোরিয়া।

সংবাদমাধ্যম সিএনএন জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে সাংবাদিকদের এ কথা জানান উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ুং হো।

তবে বোমা পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের ওপরই নির্ভর করছে উল্লেখ করে রি ইয়ুং হো বলেন, ‘এর মানে হলো, প্রশান্ত মহাসাগরে সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানো হতে পারে।’

এর আগে গত মঙ্গলবার জাতিসংঘের ভাষণে উত্তর কোরিয়াকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দেওয়ার হুমকি দেন ট্রাম্প। জবাবে কিম বলেন, ট্রাম্পের এ ধরনের হুমকির চড়া মূল্য দিতে হবে।

জাতিসংঘে ট্রাম্প হুমকি দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি নিজেকে বা মিত্রদের রক্ষা করতে বাধ্য হয়, আমাদের সামনে উত্তর কোরিয়াকে সম্পূর্ণভাবে ধ্বংস করা ছাড়া কোনো উপায় থাকবে না। উত্তর কোরিয়া সম্প্রতি পরমাণু বোমা ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, যা জাতিসংঘ নীতিমালার পরিপন্থী।’

এদিকে, গতকাল বৃহস্পতিবার উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে যুক্তরাষ্ট্র এ নিষেধাজ্ঞা আরোপ করে। একই সঙ্গে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের উন্নয়ন কর্মসূচিতে অর্থের উৎস বন্ধ রাখতেও এ নিষেধাজ্ঞা কাজ করবে। এর ফলে উত্তর কোরিয়ার পোশাকশিল্প, মৎস্য, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন উৎপাদনমুখী কারখানা ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ বিষয়ে ট্রাম্প জানান, চীনের সেন্ট্রাল ব্যাংক ও অন্যান্য ব্যাংককে পিয়ংইয়ংয়ের (উত্তর কোরিয়ার রাজধানী) সঙ্গে ব্যবসা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।