শ্যামনগর

শ্যামনগরে মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম তালবীজ রোপণ কর্মসূচি উদ্বোধন করলেন

By Daily Satkhira

September 22, 2017

মোস্তাফ কামালঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুশাসন বাস্তবায়ে প্রধানমন্ত্রী ঘোষিত সারাদেশের ন্যায় সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাত নিরোধক তাল বীজ রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টায় সুন্দরবন উপকুলীয় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তার পার্শ্বে কর্মসূচীর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ সচিব মোঃ শফিউল আলম। এসময়ে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ লোকমান হোসেন, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন, সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজজমান,উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মহসিন উল-মুলক সহ সরকারী কর্মকর্তা বৃন্দ, জনপ্রতিনিধিগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শ্যামনগর উপজেলা প্রশাসনের বাস্তবায়নের এবং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের আয়োজনে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডল। মন্ত্রী পরিষদ সচিব মোঃ শফিউল আলম তাল বীজ রোপন কর্মসূচী উদ্বোধন শেষে মুন্সীগঞ্জ কলবাড়ীর আকাশলীনা পরিদর্শন করেন। এসময় সাতক্ষীরা ৪ আসনের এম,পি এস,এম জগলুল হায়দার ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি জি,এম আকবর কবীর অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান। পরবর্তীতে অতিথি বর্গ আকাশলীণা পরিদর্শন শেষে সুন্দরবনে কলা গাছিয়ায় বন টহল ফাঁড়িতে পরিদর্শন করেন। একই সাথে শ্যামনগরের ১২ টি ইউনিয়নে তাল বীজ রোপন কর্মসূচী স্ব-স্ব ইউনিয়ন পরিষদ আয়োজন করে।