দেবহাটা

দেবহাটার ঐতিহ্যবাহী বনবিবিতলা পরিদর্শনে মন্ত্রীপরিষদ সচিব শফিউল আলম

By Daily Satkhira

September 22, 2017

আরাফাত হোসেন লিটন : দেবহাটার ঐতিহ্যবাহী বনবিবিতলা ও রুপসী ম্যানগ্রোভ পরিদর্শন করলেন মন্ত্রীপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম। শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ দৃশ্য সম্বলিত সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার বিভিন্ন অপরুপ দৃশ্য তিনি স্বস্ত্রীক পরিদর্শন করেছেন। তিনি সড়ক পথে সকালে শ্যামনগরের সুন্দরবন পরিদর্শন করে বিকালে দেবহাটা আসেন। এসময় মন্ত্রী পরিষদ বিভাগের সচিবের সফরসঙ্গী হিসেবে ছিলেন তার সহধর্মীনি, মন্ত্রীপরিষদ বিভাগের সমন্বয় ও সংষ্কার বিভাগের সচিব এন.এম জিয়াউল আলম, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন, জেলা প্রশাসক পতœী ও দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ, দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেনসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। মন্ত্রীপরিষদ সচিব দেবহাটা বনবিবিতলা পরিদর্শন শেষে রুপসী ম্যানগ্রোভ ফরেস্ট এবং টাউনশ্রীপুরের নদীর পাশে ভারতের টাকী অবলোকন করেন। তিনি এসময় প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ দৃশ্য দেখে সন্তোষ প্রকাশ করেন।