জাতীয়

মেয়র আনিসুলের অবস্থার উন্নতি; কৃত্রিম শ্বাসযন্ত্র খুলে নেয়া হয়েছে

By Daily Satkhira

September 22, 2017

ন্যাশনাল ডেস্ক : লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) থাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের কৃত্রিম শ্বাসযন্ত্র খুলে নেয়া হয়েছে। তিনি এখন নিজে থেকেই শ্বাস নিতে পারছেন। মেয়র আনিসুল হকের ঘনিষ্টজন বলে পরিচিত আব্দুন নূর তুষার জানান, কিছুদিন ধরে মেয়র নিজে থেকেই শ্বাস নিচ্ছেন। তবে তাকে এখনও নিবিড় পর্যবেক্ষণে রাখা রয়েছে। তিনি আরও জানান, মেয়রকে ঘুম পাড়িয়ে রাখা হলেও ঘুমে ওষুধের মাত্রা কমিয়েছেন চিকিৎসকরা। নিজ থেকে স্বাভাবিকভাবে ঘুম থেকে পুরোপুরি জেগে ওঠার পর তার শরীরে রোগটি কতখানি প্রভাব ফেলেছে, সে ব্যাপারে জানতে পারবেন চিকিৎসক। সেভাবে তাকে পরবর্তী চিকিৎসা দেওয়া হবে। গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবার লন্ডন যান আনিসুল হক। সেখানে চিকিৎসা চলার মধ্যেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে লন্ডনের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। মেয়রের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান জানান, মেয়রের এই অসুস্থতার বিষয়টি বাংলাদেশে ধরা না পড়লেও তিনি প্রায় দুই মাস যাবত একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন।