জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ ও পুনর্বাসনে সেনাবাহিনীর কাজ শুরু

By Daily Satkhira

September 23, 2017

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ ও পুনর্বাসনে কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে তারা কাজ শুরু করে।

মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের মানবিক সহায়তায় কক্সবাজার জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী রোহিঙ্গা ক্যাম্পে সার্বক্ষনিক কাজ করবে তারা। এছাড়া স্যানিটেশন ব্যবস্থা থেকে শুরু করে শেড নির্মাণ ও ত্রাণ বিতরণে অংশগ্রহণ করবে সেনাবাহিনী।

কক্সবাজার জেলা প্রশাসক জানিয়েছেন, রোহিঙ্গাদের ঢল নামার পর থেকেই প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। তারা নানা কারণে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। যেসব ক্যাম্পে যোগাযোগ ব্যবস্থা দুর্বল সেসব ক্যাম্পে যাতায়াতের জন্য সেনাবাহিনী রাস্তা নির্মাণ ও সংস্কার কাজ করবে। তিনি সব ধরনের ত্রাণ জেলা প্রশাসনের মাধ্যমে প্রদানের জন্য আবারও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।