খেলা

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

By Daily Satkhira

September 23, 2017

বেনোনিতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। সাউথ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বোলারদের তোপে তিন দিনের প্রস্তুতি ম্যাচের শেষ দিনে লাঞ্চের আগে ৯৬ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে মুশফিকুর রহিমের দল।

দলের দুই নিয়মিত উদ্বোধক তামিম ইকবাল এবং সৌম্য সরকারের বদলে শুরুতে ব্যাটিং করেছিলেন লিটন দাস এবং ইমরুল কায়েস। প্রথম ইনিংসে রানের খাতা খুলতে না পারা লিটন দ্বিতীয় ইনিংসেও সমানতালে ব্যর্থ। ফিরেছেন মাত্র ২ রানে।

সঙ্গীকে হারানোর ধাক্কাটা ভালোই সামলে নিয়েছিলেন ইমরুল কায়েস। মুমিনুল হকের সঙ্গে ৭১ রানের জুটি গড়ে বড় সংগ্রহের আশা জাগাচ্ছিলেন। ৫১ রান করা ইমরুলকে উইকেটরক্ষকের হাতে ধরা পড়তে বাধ্য করেন প্রোটিয়া পেসার মাইকেল কোহেন। দলের সংগ্রহ তখন ৮০ রান।

এরপর ১৬ রানের মধ্যেই অধিনায়ক মুশফিকুর রহিম এবং মুমিনুল হককে হারিয়ে বিপর্যয়ে পড়ে হাথুরুসিংহের শিষ্যরা।

উইকেটে জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং সাব্বির রহমান।

প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩০৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। জবাবে প্রোটিয়া আমন্ত্রিত একাদশের সংগ্রহ ছিল ৮ উইকেটে ৩১৩ রান।