ফিচার

আমাদের বিবেক জাগ্রত না হলে শুদ্ধাচার কখনও হবেনা-সাতক্ষীরায় মন্ত্রী পরিষদ সচিব

By Daily Satkhira

September 23, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় জাতীয় শুদ্ধাচার ও সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘কয়েকটি নতুন প্লান নির্মাণ হলে দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান হবে। সমাজ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দুর করতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।’ শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানদের প্রতিদিন শিক্ষার্থীদের শুদ্ধাচার নিয়ে আলোচনা করতে হবে এবং বিভিন্ন দপ্তরে শুদ্ধাচারের জন্য মনিটরিং বাড়াতে হবে। আমাদের বিবেককে জাগ্রত করতে হবে। বিবেক জাগ্রত না হলে শুদ্ধাচার কখনও হবেনা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) এন. এম জিয়াউল আলম, অতিরিক্ত সচিব সুলতান আহমদ, নবাগত খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, সাতক্ষীরা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল হান্নান, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তাওহীদুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ^াস সুদেব কুমার, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আবদুল লতিফ খান, সাতক্ষীরা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, তালা উপজেলা নির্বাহী অফিসার ফরিদ হোসেন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনুদ্দীন হাসান, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ আব্দুল মান্নান, জেলা সমাজসেবা অফিসের উপ পরিচালক দেবাষিস সরদার, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হোসেন, পিটিআই সুপারিটেনডেন্ট মহাদেব ব্যাণার্জী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউদ্দিন আহমেদ, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস, সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ পরিচালক একেএম আবু সাঈদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অপূর্ব কুমার ভৌমিক, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সামিমা ইসমত আরা, সাতক্ষীরা টিএন্ডটি’র কর্মকর্তা প্রকৌশলী শোকর আনা রানা, ব্র্যাক প্রতিনিধি রেজাউল করিম খানসহ বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সাদিয়া আরেফিন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফিয়া সিরাত।