খুলনা

পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় নিহত- ১; আটক-২

By daily satkhira

October 10, 2016

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় দু’পরিবারের পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ৫জন আহত হয়। আহতদের মধ্যে লিটু গাইন নামের একজনের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুইজনকে আটক করেছে। এদিকে নিহত লিটুর ময়না তদন্ত শেষে সোমবার রাতে নিজ গ্রাম শাহপাড়ায় দাফন সম্পন্ন করা হয়েছে। থানা পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানাগেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের শাহপাড়া গ্রামের মনছোপ গাইনের ছেলে আজম গাইন গংদের সাথে প্রতিবেশী ছদর গাইনের ছেলে লিটু গাইন গংদের সাথে দীর্ঘদিন পারিবারিক বিরোধ চলে আসেছে। বিরোধের জের ধরে আজম গাইনের জামাতা, সালেক গাইনের নেতৃত্বে প্রতিপক্ষরা রোববার দুপুরে পর্যায়ক্রমে লিটুর ভাগ্নি নুনু বেগম (২০) ও ভাগ্নে রানা গাইন (১৬) কে পিটিয়ে জখম করে। পরবর্তীতে বিকালের দিকে লিটু চাঁদখালী বাজার থেকে বাড়ি ফেরার পথে সালেক গাইনের বাড়ির সামনে পৌঁছালে প্রতিপক্ষরা তাকেও কুপিয়ে জখম করে। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে লিটুর অবস্থা আশংখ্যা জনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয় চাচাতো ভাই জিল্লুর রহমান জানান। ঘটনার পর পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন প্রতিপক্ষ সালেককে আটক করে। এ ব্যাপারে ওসি মারুফ আহম্মদ জানান, সোমবার সন্ধ্যায় ময়না তদন্ত শেষে নিহতের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষথেকে মঙ্গলবার মামলা করা হতে পারে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মুল আসামী সালেক ও ইসমাইল গাইন নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।