পাটকেলঘাটা

পাটকেলঘটায় সুন্দরবন পাবলিক বিশ্ববিদ্যালয় শীর্ষক আলোচনা ও মতবিনিময়

By Daily Satkhira

September 23, 2017

নাজমুল হক : পাটকেলঘাটায় সাতক্ষীরা সুন্দরবন পাবলিক বিশ্ববিদ্যালয় শীর্ষক আলোচন ও মতবিনিময় সভা গত কাল পাটকেলঘাটা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। সুন্দরবন বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির পাটকেলঘাটা থানার আহবায়ক ও সাতক্ষীরা জজকোর্টের এ.পি.পি এ্যাডভোকেট আব্দুস সামাদের সভাপতিত্বে এবং পাটকেলঘাটা আদর্শ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার আব্দুল হাইয়ের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ল-কলেজের অধ্যক্ষ এ্যাডঃ এস এম হায়দার, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আঞ্চলিক সংবাদ পত্র পরিষদের সভাপতি ও দৈনিক অনিবার্ণের সম্পাদক অধ্যক্ষ আলী আহম্মেদ, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ এম শাহ আলম, বিশেষ অতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ আব্দুল মজিদ, সাতক্ষীরা জজকোর্টের পি.পি এ্যাডঃ ওসমান গনি, দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক মহাসিন হোসেন বাবলু, সাতক্ষীরা জজকোর্টের অতিরিক্ত পি.পি এ্যাডঃ আজহারুল ইসলাম, সুন্দরবন বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির কলারোয়া উপজেলার আহবায়ক প্রফেসর এস এম ফারুক, তালা উপজেলা শাখার আহবায়ক এ্যাডঃ আ.ক.ম রেজাওয়ান উল্লাহ, সাতক্ষীরা জেলা ন্যাপ এর সভাপতি হায়দার আলী শাস্ত। মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপাধ্যক্ষ শহিদুল ইসলাম, অধ্যাপক মোঃ নাজমুল হক, অধ্যাপক মোঃ ইদ্রিস আলী, লোকনাথ নার্সিং হোমের পরিচালক পুলক কুমার পাল, প্রধান শিক্ষক বাবলুর রহমান, প্রধান শিক্ষক সুকৃতি কুমার রায়, পাটকেলঘাটা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ, বঙ্গবন্ধু আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লায়লা পারভিন সেজুতি, সাংবাদিক উজ্জল হোসেন, এ্যাড. এবিএম সেলিম, আব্দুর রব পলাশ, পাটকেলঘাটা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ। এ সময় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বলেন, প্রত্যেকটি জেলাতে একটি করে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য যে ঘোষনা দিয়েছেন, সেই প্রেক্ষাপটে সাতক্ষীরাতে সুন্দরবন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা এখন সময়ের দাবী হয়ে দাড়িয়েছে। সাতক্ষীরার অর্থনৈতিক, রাজনৈতিক, ভৌগলিক সকল দিক থেকে এ বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য অনুকুল পরিবেশ। তাই অতি দ্রুত এর যৌক্তিক দাবী বাস্তবায়নের জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান।