পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোলাদানা ইউনিয়ন সার্বজনীন পূজা মন্দিরের উদ্যোগে সোমবার বিকালে আমুরকাঁটাস্থ শিবসা নদীতে গড়ইখালীর কুমখালী, সোলাদানার টেংরামারী, লস্করের খড়িয়া ও চাঁদখালীর গজালিয়া, ভোলানাথ নৌকা বাইচ একাদশের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত প্রতিযোগিতায় কুমখালী প্রথম, টেংরামারী দ্বিতীয় ও খড়িয়া তৃতীয় স্থান অধিকার করে। প্রতিযোগিতা দেখতে নদীর দু’ধার জনসমুদ্রে পরিণত হয়। প্রতিযোগিতা শেষে মন্দির চত্ত্বরে পূজা উদযাপন কমিটির সভাপতি বিকাসেন্দু সরকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নাজমুল হক, ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ইউনিয়ন সভাপতি পঞ্চানন সানা, ইউনিয়ন যুবলীগ সভাপতি সায়েদ আলী মোড়ল কালাই, ইউনিয়ন জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সভাপতি শাহবুদ্দীন শাহীন, আ’লীগনেতা নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগনেতা দিপঙ্কর সানা, ইউপি সদস্যের মধ্যে ঠাকুর দাশ মণ্ডল, রাজেস, আনিছুর রহমান, লাভলু সরদার, আরেফিন ও নাছিমা বেগম।