কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের আশ্রয় শিবিরগুলো পরিদর্শন করেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপো গ্র্যান্ডি। শনিবার তিনি এসব শিবির পরিদর্শন করেন।
গত ২৫ আগস্টের পর নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করে রোহিঙ্গারা। কুতুপালংয়ের পাশাপাশি বালুখালী ও থাইংখালীতেও আশ্রয় শিবির স্থাপন করা হয়।
কুতুপালংয়ে ফিলিপো গ্র্যান্ডি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি উখিয়ার বালুখালী ও থাইংখালী রোহিঙ্গা শিবিরও ঘুরে ঘুরে দেখেন।
গ্র্যান্ডি তিনদিনের সফরে বাংলাদেশে এসেছেন। তিনি কাল রোববারও কক্সবাজারে অবস্থান করবেন বলে জানা যায়। আগামী সোমবার ঢাকায় উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন