খুলনা

পাইকগাছায় প্রকল্প সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

By daily satkhira

October 10, 2016

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় রেজাউল করিম নামে উন্নয়ন প্রকল্পের এক সভাপতির বিরুদ্ধে কাজ না করে ভুয়া বিল ভাউচার জমা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপজেলা নির্বাহী বরাবর অভিযোগ দিয়েছেন। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলা রাড়–লী ইউনিয়নের শ্রীকণ্ঠপুর গ্রামের আলহাজ্ব শাহাদাৎ আলী শেখের ছেলে শেখ রেজাউল করিম প্রকল্প সভাপতি হিসাবে ৩১/০৫/২০১৬ ইং তারিখ ৩২নং ক্রমিকে চলতি অর্থবছরে আমজাদ মোল্লার বাড়ি হতে রাজ্জাক মোল্লার বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত বাবদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে ১ লক্ষ ১০ হাজার টাকা উত্তোলন করেন। এলাকাবাসীর অভিযোগ কোন উন্নয়ন কাজ না করেই তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ভুয়া বিল, ভাউচার জমা দিয়েছেন। উল্লেখ্য ইতোপূর্বে ২০১৪-১৫ অর্থবছরেও তার বিরুদ্ধে উন্নয়ন কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। এ ব্যাপারে জানতে চাইলে প্রকল্প সভাপতি রেজাউল করিম জানান, ভাল মানের ইট না পাওয়ায় কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে অচিরেই কাজ শুরু করা হবে বলে তিনি জানিয়েছেন।