ইংল্যান্ডের বিপক্ষে গত জুনে অস্ট্রেলিয়ার হয়ে শেষ ওয়ানডে খেলেছিলেন অ্যারন ফিঞ্চ। তিন মাস পরে দলে ফিরে সেঞ্চুরি পেলেন এই অজি ওপেনার। একই সঙ্গে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তার ১২৪ রানের ওপর ভর করে অস্ট্রেলিয়াও পেয়েছে লড়াকু টার্গেট।
সিরিজে প্রথম দু’টি ওয়ানডেতে পরাজিত হওয়ায় সিরিজ হার এড়াতে আজ জয়ের কোনো বিকল্প নেই স্মিথদের। এদিন ইন্দোরে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সূচনা করে অস্ট্রেলিয়া। বিনা উইকেটেই তুলে ফেলেন ৭০ রান। এসময় ওপেনার ডেভিড ওয়ার্নার ৪৪ বলে করেন ৪২ রান করে ফিরে গেলেও সেঞ্চুরি তুলে নেন ফিঞ্চ। তার ১২৪ রানের ইনিংসটি সাজানো ছিল ১২টি চার আর ৫টি ছক্কায়। ফিঞ্চকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক স্মিথ। আউট হওয়ার আগে ৭১ বলে ৬৩ রান করে সাজঘরে তিনি।
ভারতের জাসপ্রিত বুমরাহ এবং কুলদীপ যাদব দুটি করে উইকেট নেন। ভুবেনশ্বর কুমার কোনো উইকেট না পেলেও একটি করে উইকেট দখল করেন যুভেন্দ্র চাহাল এবং হারদিক পান্ডে।