সিরিয়ায় ২০১৪ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী হামলায় মোট দুই হাজার ৬১৭ বেসামরিক লোক নিহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। নিহতদের মধ্যে ৬১৫ শিশু ও ৪৪৩ জন নারী।
শনিবার সংস্থাটি আরও জানায়, হাসাকা, রাকা, আলেপ্পো, ইদলিব ও দেইর আল জৌর প্রদেশে এসব লোক প্রাণ হারায়।
উল্লেখ্য, সিরিয়ার উত্তরাঞ্চলে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) বিরোধী হামলায় কুর্দি বাহিনীকে সহায়তা করে আসছে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী। অন্যদিকে, সিরীয় সরকার বরাবরই তার দেশে এ জোটের হস্তক্ষেপকে অবৈধ দাবি করে আসছে।