কলারোয়া

অবশেষে বন্ধ হলো কলারোয়ার লটারি ও মেলা; জেলা প্রশাসককে ধন্যবাদ

By Daily Satkhira

September 24, 2017

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার জনপ্রিয় ও আপোষহীন অনলাইন নিউজপোর্টাল ডেইলি সাতক্ষীরা ও দৈনিক আজকের সাতক্ষীরায় ধারবাহিক সংবাদ প্রকাশের পর অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল কলারোয়ার চন্দনপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ঈদ আনন্দ মেলা। শনিবার হতে এ মেলা বন্ধ ঘোষণা করে সাতক্ষীরা জেলা প্রশাসন। উল্লেখ্য, কিছু নীতিমালার আওতায় গত ২৭ জুন তারিখে কলারোয়ার চন্দনপুর বহুমুখী বিদ্যালয়ের মাঠটি ১ লক্ষ টাকা দেওয়ার চুক্তিতে ২৬ জুলাই হতে ১ মাসের জন্য ভাড়া নেয় মেলা আয়োজক কমিটি। আয়োজক কমিটিতে ছিলেন কলারোয়া পৌর আ’লীগের সভাপতি আলিমুলসহ কয়েকজন ব্যক্তি। কিন্তু যে উদ্দেশ্যের কথা বলে মেলার আয়োজন করা হয়েছিল সে ধরনের কোন কার্যক্রম সেখানে না করে সার্কাসের নামে নগ্ন নৃত্য, চরকা ও র‌্যাফেল ড্র নামক জুয়ার আসর বসিয়ে সাধারণ জনগণকে প্রলুব্ধ করা হচ্ছিল। আর এ বিষয়টি নিয়ে যেন কোন প্রকার সংবাদ প্রকাশিত না হয় সেজন্য বিভিন্ন সাংবাদিক সংগঠন, সংবাদপত্র ও সাংবাদিকদের ম্যানেজ করে বেআইনি লটারি নামক লুণ্ঠনের মাধ্যমে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা বিষয়টি নিয়ে সর্বপ্রথম ডেইলি সাতক্ষীরা ও দৈনিক আজকের সাতক্ষীরায় সংবাদ প্রকাশিত হওয়ায় জেলা প্রশাসক আবুল কাশেম মো: মহিউদ্দীন মেলাটি বন্ধ করে দিয়েছেন। আর তার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে সাতক্ষীরার সচেতন নাগরিক সমাজ। একই সাথে জলাবাসীর দাবি অর কান দুষ্টচক্র যন এভাবে কথিত মলার নামে লটারি নামক জুয়া চালিয়ে সাতক্ষীরার মানুষের পকেট কাটতে না পারে সেদিকেও যেন জেলা প্রশাসন সজাগ দৃষ্টি রাখে। সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন জানান, ঈদ আনন্দ মেলার নামে প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে মেলাটির আয়োজন করা হয়েছিল। কিন্তু সেখানে লটারি, জুয়া শুরু করায় মেলাটি বন্ধ করে দেওয়া হয়েছে।