আন্তর্জাতিক

২ হাজার ৫০০বছর আগে কৃষ্ণ সাগরে ডুবে যাওয়া জাহাজের সন্ধান

By Daily Satkhira

September 25, 2017

অতীতে নানা ঘটনায় প্রচুর জাহাজ ডুবে গিয়েছিল কৃষ্ণ সাগরে। গবেষকদের তিন বছরের প্রচেষ্টায় বহু বছর আগে ডুবে যাওয়া কৃষ্ণ সাগরের তলদেশে পাওয়া গেছে ৬০ টি জাহাজের ধ্বংসাবশেষ। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বর্তমানে সাগরতলে ডুবে যাওয়া জাহাজ অনুসন্ধানে যথেষ্ট অগ্রগতি হচ্ছে।

গবেষকরা জানিয়েছেন, তারা যে জাহাজগুলোর ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছেন, সেগুলোর কোনো কোনোটি আড়াই হাজার বছরেরও পুরনো। কোনো কোনো জাহাজ পানির নিচে অনেকখানি অক্ষত অবস্থাতেই রয়েছে।

২০১৫ সালে গবেষকরা একটি প্রকল্প শুরু করেন। এতে রয়েছেন যুক্তরাজ্য, বুলগেরিয়া, সুইডেন, যুক্তরাষ্ট্র ও গ্রিসের গবেষকরা। তারা এ প্রকল্পে জাহাজের অনুসন্ধান ছাড়াও সাগরে পরিবেশের প্রভাব নিয়ে অনুসন্ধান চালান। কিন্তু কিভাবে এত দ্রুত পুরনো জাহাজগুলোর সন্ধান পাওয়া যাচ্ছে যা আগে যায়নি? এ প্রশ্নে অভিযানটির উদ্যোক্তারা জানান, তারা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে এ অগ্রগতি অর্জন করেছেন।