খেলা

বরিশালের প্রয়োজন ৩৭১ রান, খুলনার ১০ উইকেট

By Daily Satkhira

September 25, 2017

১৯তম জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম স্তরের ম্যাচ জিততে শেষ দিনে আরও ৩৭১ রান করতে হবে বরিশাল বিভাগকে। পক্ষান্তরে ১০ উইকেট শিকার করতে হবে খুলনাকে।

শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং-এ নেমে প্রথম ইনিংসে ৪৪৪ রান করেছিল খুলনা। জবাবে ২৫৮ রানেই গুটিয়ে যায় বরিশাল। ফলে ১৮৬ রানের লিড পায় খুলনা। সেই লিডকে দ্বিতীয় ইনিংসে আরও বড় করেছে খুলনা।

দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২১৬ রান তুলে ইনিংস ঘোষণা করলে জয়ের জন্য বরিশালের সামনে ৪০৩ রানের টার্গেট ছুঁড়ে দেয় খুলনা।

ম্যাচ জয়ের জন্য পাওয়া টার্গেটে খেলতে নেমে দিন শেষে বিনা উইকেটে ৩২ রান করেছে বরিশাল। তাই শেষ দিনে ম্যাচ জয়ের জন্য আরও ৩৭১ রান করতে হবে বরিশালকে। দলের দুই ওপেনার ফজলে মাহমুদ ১৫ ও রাফসান আল মাহমুদ ১৩ রান করে অপরাজিত আছেন।

দ্বিতীয় ইনিংসে খুলনার পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করে করেন নুরুল হাসান ও তুষার ইমরান। এই ইনিংসে বরিশালের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন সোহাগ গাজী।