তালা প্রতিনিধি : বেসরকারি সংস্থা দলিত’র উদ্যোগে সংস্থার টিপসি প্রকল্পের আওতায় তালায় পিছিয়ে পড়া জনগোষ্ঠির নারীদের মাঝে বিভিন্ন প্রজাতীর গাছের চারা বিতরন করা হয়েছে। দাতা সংস্থা ফাউন্ডাজিন সেন সানজিনো অনলুস-ইটালী এর অর্থায়নে উপকারভোগীদের “কৃষি ও বাগান পরিচর্যা” বিষয়ক ৫দিনের প্রশিক্ষণ শেষে রোববার সকালে তালা উপশহরের দলিত অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে গাছের চারা বিতরণ করা হয়। তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ উদ্বোধন করেন। দলিত’র প্রকল্প ব্যবস্থাপক ফাহমিদ খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, তালা উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মো. সামছুল আলম, তালা উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটেক্টর মো. ইমান উদ্দীন ও তালা রিপোটার্স ক্লাবের সদস্য সচিব বি. এম. জুলফিকার রায়হান। দলিত’র সিডিও গোপী নাথ এর পরিচালনায় অন্যান্যের মধ্যে দলিত কর্মকর্তা শাওন শাহা, উপকারভোগী নারী কমলা রাণী দাশ, শোভা রানী দাশ ও বিশুকা দাশ প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে উপকারভোগী ৬০জন নারীর মাঝে আম, কাঠাল, জাম, জামরুল, লিচু, নারীকেল ও আমলকী সহ ১৬ প্রজাতীর গাছের চারা ও বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ঘোষ সনৎ কুমার বলে, গাছ রোপনের মাধ্যমে শবুজ পরিবেশ সৃষ্টি এবং খাবার জন্য নিরাপদ ফল ও শব্জি হিসেবে নিজেদের চাষ করার বিকল্প নেই। এজন্য বাড়ির আঙ্গীনা সহ পরিত্যাক্ত জমিতে অধিক পরিমানে ফলজ ও বনজ বৃক্ষ রোপন এবং শব্জি চাষ করতে হবে। সমাজের পিছিয়ে পড়া দরিদ্র নারীদের গাছ রোপন ও শব্জি চাষের উপর প্রশিক্ষণ প্রদান করে উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ করায় তিনি বেসরকারি সংস্থা দলিত’কে ধন্যবাদ জানান।