কলারোয়া

কলারোয়া হোমিওপ্যাথিক কলেজে ড. আনোয়ার হোসেন

By Daily Satkhira

September 25, 2017

কলারোয়া ডেস্ক : কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক ড. মুহা. আনোয়ার হোসেন হাওলাদার। রবিবার সকালে তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শনে আসেন। পরিদর্শন টিমে আরো ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের রেজিস্ট্রার কাম সেক্রেটারী ডা. মো.জাহাঙ্গীর আলম, হোমিও দেশষ এর ডেপুটি ডাইরেক্টর ডা.হারুন অর রশীদ ও হোমিওপ্যাথি বোর্ডের সদস্য আলহাজ্ব খান আমজাদ হোসেন। পরিদর্শনকালে তারা কলেজের দাপ্তরিক কাজকর্ম, চিকিৎসা সেবাসহ আনুসাঙ্গিক বিভিন্ন বিষয়াদী অবলোকন করে সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, তালা সরকারি কলেজের অবসর প্রাপ্ত উপাধ্যক্ষ এমএ ফারুক, উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান, যশোর হোমিওপ্যাথিক কলেজ অধ্যক্ষ ডা.হাফিজুর রহমান প্রমুখ। এর আগে কর্মকর্তারা কলেজ ক্যাম্পাসে পৌছালে কলেজের অধ্যক্ষ ডা. এমএ বারিকসহ শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারী ও শিক্ষার্থীরা ফুলেল অভ্যর্থনা জানান। বিকালে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও শিশু পার্ক পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মুহা. আনোয়ার হোসেন হাওলাদারসহ অন্যরা। সেখানে প্রয়াত এমএলএ মমতাজ আহম্মেদের কবর জিয়ারত করেন।