আন্তর্জাতিক

রোহিঙ্গা নিধনযজ্ঞের ১ মাস

By Daily Satkhira

September 25, 2017

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাখাইনে রোহিঙ্গা নিধনযজ্ঞের এক মাস পূর্ণ হলো । জাতিসংঘের আশঙ্কা, পরিস্থিতি মোকাবেলা করতে না পারলে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ১৫ লাখ হয়ে যাবে।

সেসময়, বাংলাদেশ হবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শরণার্থীর আশ্রয়স্থল। ইউএনএইচসিআরের তালিকা অনুযায়ী শীর্ষে আছে তুরস্ক। সেখানে, সিরিয়াসহ বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে উদ্বাস্তু হয়ে আসা মানুষের সংখ্যা ২৯ লাখ। গেলো ২৫ আগস্ট, মংডু’র সেনা ও পুলিশ চৌকিতে হামলার পর, নতুনভাবে রাখাইনে শুরু হয় সেনা অভিযান।

জাতিসংঘের হিসাবে, সেই সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত এক হাজার মানুষ। সেনা নিপীড়ন, হত্যা-ধর্ষণ থেকে বাঁচতে এক মাসেই সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৪ লাখ ৮০ হাজার রোহিঙ্গা। এসব মানুষের মিয়ানমারে ফেরা ঠেকাতে তাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দিচ্ছে সেনাবাহিনী, সীমান্তে পুতে রাখছে মাইন, বিদ্যুতায়িত করা হচ্ছে কাটাতারের বেড়া।