আসাদুজ্জামান : সাতক্ষীরায় কিডনি ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুলে শহরের খুলনা রোডস্থ ডক্টরস ল্যাব এন্ড হাসপাতালে উক্ত কিডনি ডায়ালাইসিস ইউনিটের শুভ উদ্বোধন করা হয়। সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কিডনি ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন করেন। ডক্টরস ল্যাব এন্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আজিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অধ্যক্ষ ডা. হাবিবুর রহমান, সাতক্ষীরার সিভিল সার্জন ডা. তৌহিদুর রহমান, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক ডা. মনোয়ার হোসেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদ, ডা. সঞ্জয় সরকার, ডা. শামসুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি এ সময় বলেন, ডক্টরস ল্যাব এন্ড হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধনের মধ্য দিয়ে সাতক্ষীরায় চিকিৎসা সেবা আরো এক ধাপ এগিয়ে মানুষের দোরগোড়ায় এসে পৌছেছে। তাই এই হাসপাতালে যাতে সর্বস্তরের মানুষ কম খরচে কিডনি ডায়ালাইসিসসহ সকল সেবা পেতে পারেন সে জন্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।