সাতক্ষীরা

সাতক্ষীরা কালেক্টরেটের নিরাপত্তা প্রাচীর ভেঙে জুডিশিয়াল আদালত ভবনের গেট নির্মাণ উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন

By Daily Satkhira

September 26, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা কালেক্টরেটের নিরাপত্তা প্রাচীর ভেঙ্গে চীফ জুডিশিয়াল আদালত ভবনের গেট নির্মাণ উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করেছে সাতক্ষীরা কালেক্টরেট কর্মচারীবৃন্দ। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাতক্ষীরা কালেক্টরেট কর্মচারী সমিতির সভাপতি মাকসুদার রহমান খান চৌধুরী সুজার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা কালেক্টরেট কর্মচারী সমিতির সহ-সভাপতি জেপি মোশারফ হোসেন, এস.এম শফিকুল ইসলাম, সাতক্ষীরা কালেক্টরেট কর্মচারী সমিতির উপদেষ্টা এস.এম শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, সাতক্ষীরা কালেক্টরেটের নাজির খাজা শাহবুদ্দিন, জিন্নাতুন আরা খানম, চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি হোসনে আরা খানম, শামীমা আক্তার, তপন কুমার সরদার, শেখ নুরুজ্জামান, মো. আলতাফ হোসেন, কামরুজ্জামান, নাসরুল্লাহ বাবু, মো. আবুল হোসেন, তবিবর রহমান, আফতাবুদ্দিন, জগদিশ চন্দ্র বিশ^াস, পুতুল রাণী বৈরাগী, নুর মোহাম্মদ মোড়ল প্রমুখ। এসময় বক্তারা বলেন, সাতক্ষীরা কালেক্টরেট ভবন ও এর চার পাশের প্রাচীর নির্মিত হয় মন্ত্রি পরিষদ বিভাগের অনুমোদিত নকশা অনুযায়ী। সাতক্ষীরা কালেক্টরেটের নিরাপত্তা দক্ষিণ পাশের প্রাচীর ভেঙ্গে চীফ জুডিশিয়াল আদালত ভবনের গেট নির্মাণ হলে এই অফিস ও আদালতে আসা জনগণসহ কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা বিঘি¥ত হবে। সাতক্ষীরা কালেক্টরেটের নিরাপত্তা প্রাচীর ভেঙ্গে গেট নির্মাণ করতে হলে মন্ত্রি পরিষদ বিভাগের অনুমতি নিতে হবে বলে জানান বক্তরা। এসময় কালেক্টরেট কর্মচারী সমিতির সদস্য, তৃতীয় ও চতুর্থ শ্রেণির সকল কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।