কলারোয়া

কলারোয়া সীমান্তে পৃথক পতাকা বৈঠকে ১৭ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

By Daily Satkhira

September 26, 2017

আসাদুজ্জামান : সাতক্ষীরার কলারোয়া সীমান্তে পৃথক দুটি পতাকা বৈঠকের মাধ্যমে নারী ও শিশুসহ ১৭ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। এদের মধ্যে ছয়জন পুরুষ, আটজন নারী ও তিনজন শিশু রয়েছে। মঙ্গলবার দুপুরে কলারোয়া উপজেলার ভাদিয়ালী ও কেড়াগাছি সীমান্তে পৃথক দুটি পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়া হয়। ফেরত আসা এ সব বাংলাদেশিদের বাড়ি সবারই গোপালগঞ্জ, খুলনা ও নীলফামারি জেলার বিভিন্ন গ্রামে। সাতক্ষীরা ৩৮ বিজিবি’র কাকডাঙ্গা ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) নায়েব সুবেদার মিজানুর রহমান জানান, কাজের সন্ধানে চোরাই পথে তারা অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মঙ্গলবার সকালে কলারোয়া উপজেলার ভাদিয়ালী ও কেড়াগাছি সীমান্তের বিপরীতে ভারতের ৭৬ ব্যাটালিয়নের হাকিমপুর ও তারালী বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের আটক করে। এরপর মঙ্গলবার দুপুরে ভাদিয়ালি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ৮ জন এবং পার্শ্ববর্তী কেড়াগছি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ৯ জন বাংলাদেশিকে ফেরত দেয় বিএসএফ। তিনি আরো জানান, ফেরত আসা এসব বাংলাদেশীদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে বিনাপাসপোর্টে ভারতে যাওয়ার অপরাধে পাসপোর্ট আইনে মামলা দিয়েছে বিজিবি।