সাতক্ষীরা

৬ দিনের ছুটির ফাঁদে ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী

By Daily Satkhira

September 26, 2017

আসাদুজ্জামান : শারদীয় দুর্গা পূজা, মহরম ও গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে ২৭ শে সেপ্টেম্বর বুধবার থেকে টানা ৬ দিনের ছুটির ফাঁদে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম। আগামী ৩ অক্টোবর থেকে যথারীতি আবারও আমাদানী-রপ্তানী কার্যক্রম শুরু হবে। তবে, এসময় ভোমরা স্থল বন্দরের ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন। ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিহির ঘোষের স্বাক্ষরিত একটি পত্রে জানানো হয়েছে, শারদীয় দূর্গা পূজা, মহরম ও গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে ২৭শে সেপ্টেম্বর বুধবার থেকে ২ অক্টোবর পর্যন্ত ঘোজাডাঙ্গা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরো জানান, সে দেশের সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো এ্যাসোসিয়েশনের সদস্যরা আমদানী রপ্তানী কার্যক্রম বন্ধ রাখলে বাধ্য হয়ে আমাদেরও বন্ধ রাখা ছাড়া কোন উপায় থাকেনা। তিনি আরো জানান, আগামী ৩ অক্টোবর থেকে আবারও যথারীতি আমাদানী-রপ্তানী কার্যক্রম শুরু হবে। ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের তথ্য কর্মকর্তা বিকাশ বড়–য়া জানান, শুল্ক ষ্টেশন খোলা থাকলেও সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন শারদীয় দূর্গা পূজা, মহরম ও গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে টানা ছয় দিন বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে, এই সময়ে ভোমরা বন্দরের ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন বলে তিনি আরো জানান ।