খেলা

সাতক্ষীরায় আম্পায়ার্স এন্ড স্কোরার এ্যাসোসিয়েশনের প্রীতিভোজ

By Daily Satkhira

September 27, 2017

নিজস্ব প্রতিনিধি : সোমবার রাতে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোয়ার এ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত কমিটির বিজয়ী শফি-মুকুল পরিষদ আয়োজিত চায়না বাংলা চাইনিজ হলরুমে এক প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোয়ার এ্যাসোসিয়েশনের সভাপতি ও সাতক্ষীরা পুলিশ সুপার আলতাফ হোসেন (পিপিএম সেবা)। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিএফএ সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আনিছুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান (আশু), ইঞ্জিনিয়ার কবির উদ্দীনসহ নব-নির্বাচিত আম্পায়ার এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আ.ম. আকতারুজ্জামান (মুকুল), যুগ্ম সম্পাদক ইদ্রিস আলী (বাবু), কোষাধ্যক্ষ তাজুল ইসলাম রিপন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মিল্টন, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য জয়নুল আবেদীন জোসি, ডিএফএ সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পী, নির্বাচিত কমিশনের দায়িত্বপালনকারী মাহমুদ হাসান মুক্তি, রুহুল আমিন, সহ ডিএফএ, ডিএসএ রেফারী এ্যাসোসিয়েশনসহ সংগঠনের আম্পায়ারগন। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বলেন- আগামিতে সাতক্ষীরা স্টেডিয়ামে বাংলাদেশ ও নেপালের মধ্যে আন্তর্জাতিক ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সারা বছর স্টেডিয়াম সচল থাকবে। প্রধান অতিথি নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং মিলেমিশে কাজ করার তাগিদ দিয়ে বলেন- একজন টিম লিডার দেশকে বিশ্বের বুকে তুলে ধরতে পারে। এখন সকল মতভেদ ভুলে একসাথে কাজ করে যেতে হবে। তিনি বলেন- সাতক্ষীরার মাটি ক্রীড়া উন্নয়নের ঘাটি। সবশেষে সকলে একত্রে প্রীতিভোজে অংশগ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আনিছুর রহমান।