খুলনা

পাইকগাছায় পাল্টাপাল্টি হামলা আহত ৩

By Daily Satkhira

September 27, 2017

পাইকগাছা ব্যুরো : পাইকগাছায় দু’দফা পাল্টাপাল্টি হামলা মারপিটের ঘটনার জেরে প্রতিপক্ষরা হাসপাতালে হামলা চালালে মহিলা ইউপি সদস্য সহ ৩জন আহত হয়েছেন। ওসি ও ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শনের পর, পূর্ব শত্রুতা ও দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন। এ নিয়ে এলাকায় দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, রাড়ুলীর পাড়পাড়ায় আমীর আলী পাড়ের স্ত্রী রুব্বান বিবি তার ভাইদের কাছে জমি নিয়ে দ্বন্দ্ব ও বিরোধের জেরে সম্প্রতি মারামারির ঘটনায় থানায় দু’পক্ষের পাল্টাপাল্টি মামলার ঘটনা ঘটে। একটি সূত্র জানিয়েছে, মামলার পর রাড়ুলীর মহিলা ইউপি সদস্য মর্জিনা বেগম, তার জা রুপবান বিবির পক্ষ নিয়ে যাতায়াত পথ বন্ধ করে দিলে পরিস্থিতি ভিন্ন মাত্রায় রূপ নেয়। এদিকে স্থানীয় ইউপি সদস্য শেখ রেজাউল করিম মহিলা সদস্যের বিরুদ্ধে গিয়ে প্রতিপক্ষদের পক্ষ নেয় বলে জানা গেছে। ইউপি সদস্য মর্জিনা বেগম অভিযোগ করেন, ইউপি সদস্য রেজাউলের ভাই তরিকুল শেখ, তার ভাগ্নে জনি সহ ৮/১০ জন দুর্বৃত্ত মঙ্গলবার ১১টার দিকে বাঁকা বাজারে ফেলে তার ছেলে বায়জিদের উপর হামলা করে মারপিট করলে সে রক্তাক্ত জখম হয়। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার ও রাড়ুলী ক্যাম্প পুলিশ ইউপি সদস্যদের মাধ্যমে বায়জিদকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলে প্রতিপক্ষরা বাঁধার সৃষ্টি করে বলে অভিযোগ করেন। এ খবর পেয়ে বায়জিদের লোকজন উত্তেজনা বশত এক পর্যায়ে তরিকুলের উপর পাল্টা হামলা চালালে সেও জখম হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে এ সময় জরুরী বিভাগে তরিকুলের বহিরাগত বন্ধুরা ইউপি সদস্য মর্জিনা ও তার আহত ছেলে বায়জিদের উপর হামলা চালিয়ে ব্যাপক মারপিট করে বলে হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ সুজন কুমার মন্ডল জানান, পরিস্থিতি বেগতিক দেখে থানা পুলিশকে অবহিত করা হলে দুর্বৃত্তরা দ্রুত হাসপাতাল ত্যাগ করেন। খবর পেয়ে ওসি আমিনুল ইসলাম বিপ্লব, ওসি (অপারেশন) প্রবীন চক্রবর্তী ও রাড়–লী ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার সহ ইউপি সদস্যরা দ্রুত হাসপাতালে ছুটে যেয়ে আহতদের খবরাখবর নেন। এ বিষয়ে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন, জমি ও যাতায়াতের পথ নিয়ে দু’পক্ষের মারামারি ও পাল্টাপাল্টি মামলার ঘটনা ঘটেছে এবং গতকালের এ ঘটনাও এর জের ধরে ঘটতে পারে বলে ধারণা করছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।