মীর খায়রুল আলম: ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে এক হয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে কাজ করতে হবে। বাংলাদেশ স্বাধীন দেশ এদেশে মুসলমান, হিন্দু, খ্রিষ্টানসহ সকলের সমান অধিকার রয়েছে। স্বাধীন দেশের মানুষের প্রত্যেকের সমান অধিকার রয়েছে যার যার উৎসব পালন করার। তাছাড়া অসাম্প্রদায়িকতা চেতনা আমাদের শত বছরের ঐতিহ্য। কিন্তু বর্তমান সময়ে কিছু নিষিদ্ধ সংগঠন উঠতি বয়সের যুবকদের কাজে লাগিয়ে মানুষ হত্যা ও গুপ্ত হত্যায় ব্যবহার করছে। যাতে যুবসমাজ ধবংসের মুখে ধাপিত হচ্ছে। তাই আমাদের সকলকে এক হয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও অর্থিক সহযোগিতা প্রদানকালেএসব কথা বলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ আছাদুল হক, দপ্তর সম্পাদক হারুন-উর রশীদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারন সম্পাদক বিধান চন্দ্র বর্মন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, উপজেলা তরুণলীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য জিএম অহিদ পারভেজ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিজয় ঘোষ, কুলিয়া ছাত্রলীগের সভাপতি আফজাল হোসেনসহ বিভিন্ন পর্যয়ের নেতৃবৃন্দরা। এসময় উপজেলার ১৯টি পূজা মণ্ডপে যেয়ে সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন এবং অর্থিক সহযোগিতা প্রদান করেন নেতৃবৃন্দরা।