দেবহাটা

দেবহাটায় বিজিবি রিজিয়ন কমান্ডারের গণ সচেতনতামূলক মতবিনিময়

By Daily Satkhira

September 27, 2017

নিজস্ব প্রতিবেদক : বুধবার বিকাল ৪ টায় ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর আয়োজনে দেবহাটা উপজেলার কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে মাদক অস্ত্র চোরাচালান ও অবৈধভাবে সীমান্তে বিচরণ অতিক্রম এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান ও নাশকতা কর্মকান্ড প্রতিরোধের লক্ষে স্থানীয় জনসাধারণ ও জন প্রতিনিধিদের নিয়ে এক জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্র্নেল এনামুল আরিফ সুমনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিজিবির দক্ষিন পশ্চিম অঞ্চলের রিজিয়ন কামন্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম (পিএসসি), বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মাদ ওয়াহিদুর রহমান( এ এফ ডব্লু সি, পি এস সি), কালীগঞ্জ সার্কেলের সিনিঃ সহকারী পুলিশ সুপার মির্জা সালাউদ্দীন, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম খোকন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন, জেলা পরিষদ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলফেরদৌস আলফা, ইউপি সদস্য আলীম , ফরহাদ হোসেন হিরা প্রমুখ। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশে কোন গরু রাখাল ভারতে গরু আনতে যাবে না, তবে ভারতীয় গরু রাখাল রা বাংলাদেশের সীমান্তে গরু আনলে বিজিবি বাধা দিবে না। তিনি আরও বলেন কোন চোরাচালানীর দেওয়া তথ্য বিজিবি গ্রহণ করবে না। কোন চোরাচালানী বিজিবির সোর্স হতে পারবে না। সীমান্তে হত্যা, মাদক ও অস্ত্র চোরাচালানীর বিরুদ্ধে বিজিবি সদস্যরা কঠোর থাকবে। এসময় বিজিবির রিজিয়ন কামন্ডার সাধারন জনগণের প্রশ্নের উত্তর দেন এবং তাদের মতামত গ্রহণ করেন।