সাতক্ষীরা

সদর উপজেলার ১০৬টি পূজা মন্দিরে নগদ অর্থ বিতরণ

By Daily Satkhira

September 27, 2017

নিজস্ব প্রতিনিধি : শারদীয় দূর্গাপূজা ২০১৭ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে মঞ্জুরীকৃত নগত অর্থ এবং জেলা প্রশাসন হতে বরাদ্দকৃত জিআর পূজা মণ্ডপসমূহে অনুদান বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহফুজুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ জেলা শাখার যুগ্ম আহবায়ক গৌর দত্ত, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ^নাথ ঘোষ, সদর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার শীল, সাধারণ সম্পাদক শিবপদ গাইন, পূজা উদ্যাপন পরিষদ পৌর শাখার সভাপতি রামপদ দাস, সাধারণ সম্পাদক অসিম কুমার দাস সোনাসহ সদর উপজেলার পূজা মণ্ডপের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ১০৬টি পূজা মণ্ডপে ১৬ হাজার ৫শ টাকা হারে মোট ১৬ লক্ষ ৮৩ হাজার টাকা প্রদান করা হয়। এসময় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার পক্ষ থেকে ঘোনা ইউনিয়নের ইউপি সদস্য গণেশ সরকারের একমাত্র পুত্র মেধাবী শিক্ষার্থী গৌতম সরকার হত্যার বিচার ও ফাঁসির দাবি সম্বলিত ব্যানার সদর উপজেলার ১০৬টি পুজা মন্ডপে টাঙানোর জন্য বিতরণ করা হয়। এসময় সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকার ১০৬টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।