খেলা

নেইমার-কাভানির গোলে বায়ার্নকে হারাল পিএসজি

By Daily Satkhira

September 28, 2017

চোট কাটিয়ে মাঠে ফিরে আলো ছড়ালেন নেইমার। গোল করার ধারাবাহিকতা ধরে রাখলেন এদিনসন কাভানিও। তাতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে পিএসজিও পেল দুর্দান্ত এক জয়।

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ‘বি’ গ্রুপে নিজেদের মাঠে জার্মান ক্লাবটিকে ৩-০ গোলে হারিয়েছে উনাই এমেরির দল। দানি আলভেসের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন কাভানি। দ্বিতীয়ার্ধে তৃতীয় গোলটি করেন নেইমার।

প্রথম ম্যাচে সেল্টিককে ৫-০ গোলে হারিয়েছিল ফরাসি ক্লাবটি। আর নিজেদের মাঠে অ্যান্ডারলেখটকে ৩-০ গোলে হারিয়েছিল বায়ার্ন।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই দলকে এগিয়ে দেন দানি আলভেস। মূল কারিগর নেইমার। একজনকে কাটিয়ে বাঁ থেকে ডি-বক্সে ঢুকে আড়াআড়ি এগিয়ে দুজনের মধ্যে দিয়ে বুদ্ধিদীপ্ত পাস দেন ফাঁকায় থাকা জাতীয় দল সতীর্থকে। নিচু শটে গোলরক্ষক স্ভেন উলরাইশের পায়ের ফাঁক দিয়ে লক্ষ্যভেদ করেন বার্সেলোনা ও ইউভেন্তুসের সাবেক খেলোয়াড় আলভেস।

১৯তম মিনিটে সমতায় ফিরতে পারতো বায়ার্ন। কিন্তু ডি-বক্সের বাইরে থেকে হাভি মার্তিনেসের বিদ্যুৎ গতির শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক আলফুঁস আরিওলা।

৩২তম মিনিটে চমৎকার এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন কাভানি। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে এক ঝটকায় সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারের বাধা এড়িয়ে কিলিয়ান এমবাপে বল বাড়িয়েছিলেন ছুটে আসা কাভানির দিকে। ডি-বক্সের ঠিক বাইরে থেকে জোরালো উঁচু শটে জালে জড়ান উরুগুয়ের স্ট্রাইকার।

এবারের আসরে দুই ম্যাচে কাভানির এটা তৃতীয় গোল। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে দশম।

পাঁচ মিনিট পর নেইমারের ব্যাকহিল ফাঁকায় পেয়ে কাভানির নেওয়া দুর্বল শট পা বাড়িয়ে ঠেকিয়ে দেন উলরাইশ।

প্রথমার্ধের বেশিরভাগ সময় বল দখলে রেখে আক্রমণে এগিয়ে থাকা বায়ার্ন ৫০তম মিনিটে দ্বাদশ কর্নার পায়। তা থেকে গোল পেতে পারতো তারা; কিন্তু মার্তিনেজের হেড গোললাইন থেকে ফেরান ডিফেন্ডার চিয়াগো সিলভা।

৬৩তম মিনিটে জয় নিশ্চিত করে ফেলেন নেইমার। মাঝমাঠের অনেক আগে থেকে বল পায়ে দারুণ ক্ষিপ্রতায় ছুটে ডি-বক্সে এমবাপেকে পাস দেন আলভেস। আর ফরাসি তরুণ ফরোয়ার্ড দুজনের মধ্যে দিয়ে এগিয়ে বল বাড়ান গোলমুখে, যা এক ডিফেন্ডারে পায়ে লাগার পর পেয়ে যান নেইমার। সহজ সুযোগ হাতছাড়া করেননি বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।

অগাস্টের শুরুতে রেকর্ড ট্রান্সফার ফিতে প্যারিসে পাড়ি জমানো নেইমার পিএসজির হয়ে এই নিয়ে ছয়টি গোল করলেন। সমান সংখ্যক গোল করিয়েছেনও তিনি।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষেই আছে পিএসজি। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বায়ার্ন মিউনিখ।

অন্য ম্যাচে বেলজিয়ামের অ্যান্ডারলেখটকে ৩-০ গোলে হারানো স্কটল্যান্ডের ক্লাব সেল্টিক সমান ৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

‘ডি’ গ্রুপে আত্মঘাতী গোলের সুবাদে পর্তুগালের স্পোর্তিং লিসবনকে ১-০ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

গ্রুপের অন্য ম্যাচে গনসালো হিগুয়াইন ও মারিও মানজুকিচের গোলে ২-০ ব্যবধানে গ্রিসের অলিম্পিয়াকোসকে হারিয়েছে ইউভেন্তুস। স্পোর্তিংয়ের সমান ৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে তৃতীয় স্থানে আছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

‘এ’ গ্রুপে জয়ের ধারা ধরে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোমেলু লুকাকুর জোড়া গোলে সিএসকেএ মস্কোর মাঠে ৪-১ গোলে জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জোসে মরিনিয়োর দল।

গ্রুপের অন্য ম্যাচে বেনফিকাকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া সুইজারল্যান্ডের বাসেল ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে মস্কো।

‘সি’ গ্রুপে আতলেতিকো মাদ্রিদের মাঠে দারুণ এক জয় পেয়েছে চেলসি। প্রথমার্ধে অঁতোয়ান গ্রিজমানের গোলে পিছিয়ে পড়ার পর আলভারো মোরাতা সমতা ফেরান। আর শেষ মুহূর্তে মিচি বাতসুয়াইয়ের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আন্তোনিও কোন্তের দল।

অন্য ম্যাচে কারাবাখকে ২-১ গোলে হারানো ইতালির ক্লাব রোমা ৪ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। আতলেতিকোর পয়েন্ট ১। কারাবাখের পয়েন্ট শূন্য।