জাতীয়

সাতক্ষীরায় বিদ্যুতের আবাসিক প্রকৌশলী রোকনুজ্জামান স্ট্যান্ড রিলিজ

By Daily Satkhira

September 28, 2017

এম বেলাল হোসাইন/বশির আহমেদ : ঘন ঘন লোড শেডিং দিয়ে সাতক্ষীরার জনজীবন বিষিয়ে তোলা আবাসিক প্রকৌশলী রোকনুজ্জামান স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। বুধবার বিকালে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির একটি নির্দেশে আবাসিক প্রকৌশলী রোকনুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ করা হয় এবং বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা বিদ্যুৎ বিভাগের এস.ডি.ই খালিদক হাসানকে ভারপ্রাপ্ত আবাসিক প্রকৌশলী হিসাবে দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হয়েছে। দৈনিক আজকের সাতক্ষীরা ও ডেইলি সাতক্ষীরায় ঘন ঘন লোড শেডিং নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হলে টনক নড়ে কর্তৃপক্ষের। আর এ কারণে আবাসিক প্রকৌশলী রোকনুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ করে খালিদ হাসানকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।

এবিষয়ে সদ্য যোগদানকৃত আবাসিক প্রকৌশলী খালিদ হাসান বলেন, কি কারণে তার বদলি করা হয়েছে তা আমার জানা নেই। তবে কোম্পানির সদর দপ্তরের একটি অর্ডারে তাকে বদলি হয়েছে এটুকু বলতে পারি।