আন্তর্জাতিক

মিয়ানমারের সেনাবাহিনীকে শাস্তি দিতে হবে : যুক্তরাষ্ট্র

By Daily Satkhira

September 29, 2017

মিয়ানমারের রাখাইন রাজ্যে দমনপীড়ন ও হত্যাকাণ্ডে জড়িত সেনাবাহিনী সদস্যদের শাস্তির আওতায় দাবি জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিক্কি হ্যালি। বৃহস্পতিবার জাতিসংঘের অধিবেশনে বক্তব্যকালে তিনি এ দাবি জানান। একইসঙ্গে মিয়ানমার নিরাপত্তারক্ষী বাহিনীর কাছে অস্ত্র না দিতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

নিক্কি হ্যালি তার বক্তব্যে বলেন, ‘সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি দমনপীড়ন, সেখানে জাতিগত নিধন চলছে। দেশটিতে যা চলছে তার বিরুদ্ধে ব্যবস্থার আহ্বান জানাতে আমরা ভীত হতে পারি না।

তিনি বলেন, ‘যদি কোনো দেশ বার্মার সেনাবাহিনীকে অস্ত্র সরবরাহ করে থাকলে তাহলে মিয়ানমার সেনাবাহিনীর জবাবদিহিতা ও ওই অঞ্চলে স্থিতিশীলতা না আসা পর্যন্ত অস্ত্র সরবরাহ কার্যক্রম থেকে বিরত থাকা উচিৎ।’

নিক্কি হ্যালি বলেন, মিয়ানমারের সেনাবাহিনীর যে সদস্যদের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ উঠেছে, তাদের নির্দেশনা দেওয়ার মতো দায়িত্বশীল পদ থেকে তাৎক্ষণিকভাবে সরিয়ে দিতে হবে। অভিযুক্ত সেনাদের বিচারের আওতায় আনতে হবে। সূত্র : স্ট্রেট টাইমস।